১) তুলা চাষের জন্য চাষিদের উদ্ধুদ্ধ করা। ২) তুলা ফসল বৃদ্ধির লক্ষ্যে উন্নত প্রযুক্তি উদ্ভাবন ও চাষিদের নিকট হস্থান্তর করা। ৩) উৱপাদন বৃদ্ধির জন্য তুলা উন্নয়ন বোর্ডের নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে ও মাঠ পর্যায়ে তুলা চাষিদের প্রশিক্ষন প্রদান করা। ৪) প্রযুক্তি সম্প্রসারনের জন্য সরকারী সহায়তায় প্রদর্শণী প্লটও ব্লক প্রদর্শণী স্থাপন করা। ৫) তুলা ফসল পরিদর্শন ও পরামর্শ প্রদান। ৬) তুলা চাষিদের ঋন ও অন্যান্য কৃষি উপকরন প্রাপ্তিতে সায়তা প্রদান করা। ৭) চাষিদের মাধ্যমে প্রত্যায়িতমানের তুলাবীজ উতপাদন করার জন্য উতপাদন সামগ্রী যেমনৰ বীজ, সার, কীটনাশক ইত্যাদি বিনামূল্যে সরবরাহ। ৮) তুলা চাষিদের উতপাদিত বীজতুলা বাজারহাতকরনে সহায়তা প্রদান করা। ৯) প্রযুক্তি /কলাকৌশল উদ্ভাবনের জন্য মাঠ পর্যায়ে পার্টিসিপেটরি গবেষণা প্লট স্থাপন।১০) তুলা ফসলের সাথে সাথি ফসল চাষকে জনপ্রিয় করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস